দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: মা-ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে পটুয়াখালীর দুমকিতে ১০ দিনে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে কিশোরসহ ১৪ জেলেকে আটক করা হয়; অপ্রাপ্তবয়স্ক কাইয়ুম (১৪) নামের কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তদের মধ্যে আঃ সোবহান (৫৫), সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫) ও মাহবুব তালুকদার (৩৫) রয়েছে।
মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে ৪ অক্টোবর থেকে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং নদ-নদীতে টহল জোরদার করা হয়েছে। সরকারের ঘোষিত ২২ দিনব্যাপী ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সতর্ক করেছেন, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।