মৃত্যুর পর জীবনের সম্ভাবনা বা ‘স্বর্গে যাওয়া’ প্রসঙ্গে আবারও আলোচনায় এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কথায়ই স্বীকার করেছেন— হয়তো তিনি স্বর্গে যেতে পারবেন না।
রোববার (১২ অক্টোবর) ইসরায়েলগামী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হাস্যরসের ছলে বলেন, “আমি হয়তো এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যি বলতে, আমি নিশ্চিত না যে স্বর্গগামী হবো কি না।”
ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তার স্বর্গ নিয়ে সাম্প্রতিক মন্তব্য এবং ইসরায়েল-হামাস শান্তি পরিকল্পনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। উত্তরে ট্রাম্প বলেন, “আমি শুধু একটু মজা করছিলাম। তবে হ্যাঁ, এখন আমরা এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাকেই আমি স্বর্গ বলব!”
তবে কথার ফাঁকে ট্রাম্প রাজনৈতিক প্রসঙ্গও টানেন। তিনি অভিযোগ করেন, “২০২০ সালের নির্বাচন যদি জালিয়াতি না হতো, আমি এখনো হোয়াইট হাউসে থাকতাম। বাইডেন প্রশাসনের ব্যর্থতার কারণেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পেরেছে।”
ট্রাম্পের মতে, “একজন অযোগ্য প্রেসিডেন্ট দেশ পরিচালনা করছেন। সেই জালিয়াত নির্বাচনের কারণেই লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, আর ইসরায়েল ইস্যুও জটিল হয়ে পড়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি ‘স্বর্গে যাওয়ার সম্ভাবনা’ নিয়ে ট্রাম্পের মন্তব্য বারবার আলোচনায় আসছে। গত ১৯ আগস্ট ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ফোনে তিনি বলেছিলেন, “যদি আমি প্রতি সপ্তাহে ৭ হাজার মানুষের জীবন বাঁচাতে পারি, তাহলে হয়তো স্বর্গে যাওয়ার একটা সুযোগ পাবো।”
পরে তার প্রচার দল ‘আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই’ শিরোনামে একটি তহবিল সংগ্রহের ই-মেইল পাঠায়, যেখানে ১৫ ডলার অনুদানের আহ্বান জানানো হয়। সেই বার্তায় ট্রাম্প লিখেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ে আততায়ীর গুলিতে আমি প্রায় মৃত্যুর মুখে পড়েছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করেছেন— আমেরিকাকে আবার মহান করার জন্য।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট সিরিয়াস ছিলেন। তিনি সত্যিই স্বর্গে যেতে চান— যেমনটা আমরা সবাই চাই।”