সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহায়তায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১০৮টি হারানো মোবাইল ফোন ও বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে খোয়া হওয়া ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এসব মালিকের কাছে হস্তান্তর করেন।
এসপি মনিরুল ইসলাম জানান, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এপর্যন্ত সাতক্ষীরায় মোট ১৭০০টি হারানো মোবাইল ফোন ও প্রায় ৪৩ লক্ষ টাকা বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মোবাইল হারানো বা ডিজিটাল লেনদেনে টাকা খোয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জিডি/সাধারণ ডায়েরি করতে হবে। পুলিশ চোর ও প্রতারক চক্র সনাক্ত ও গ্রেফতারে দিনরাত কাজ করছে।
হারানো মোবাইল ফিরে পেয়ে নাসিমা আক্তার নামক এক গৃহিণী আনন্দ প্রকাশ করে বলেন, “আমি আশা করি না হারানো ফোনটি ফিরে পাবো, তবে পেলাম। সাতক্ষীরা পুলিশকে ধন্যবাদ।”
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন খান ও এসবি শাখার ডিআইওয়ানসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।