অমৃত জ্যোতি(মধ্যনগর,সুনামগঞ্জ):
টাইফয়েড জ্বর থেকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা(ইউএইচও) ডাঃসুবীর সরকার।
১৪ই অক্টোবর মঙ্গলবার দিবসারম্ভে মধ্যনর নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের শিশুদের মাঝে টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন কালে গণমাধ্যমে বলেন, সকল সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এর বাহিরে থাকা ৯মাসের শিশু থেকে ১৫বছরের ভিতর সকল এইটিকার আওতায় আনা হবে।এইধাপে১০কর্মদিবস ক্যাম্পেইন চলমান থাকবে।এইটিকা আগামী প্রজন্মকে টাইফয়েড জ্বর থেকে মুক্ত রাখতে বাংলাদেশ সরকারের এউদ্যোগ।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃদেলুয়ার হোসেন,অফিসার ইনচার্জ মোঃমনিবুর রহমান,এনটি ইপিআই গোলাম আসকার,স্বাস্থ্য পরিদর্শক সুদীপ কুমার ভট্টাচার্য্য,মোঃমোজাহিদ মিয়া,স্বাস্থ্য সহকারী সুরঞ্জন সরকার, এফডব্লিউভি শামীমা আক্তার,মোঃসুজাত মিয়া,নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃআরিফুর রহমান খান প্রমুখ।