রনজিৎ বর্মন (শ্যামনগর,সাতক্ষীরা,প্রতিনিধি):
” সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১৩ ই অক্টোবর)সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রালী, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।
রালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শামনগর থানার অফিসার ইনচার্জের পক্ষে এস আই গিয়াসউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শ্যামনগর উপজেলা শাখার সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক, সৈয়দ রাফসান জানি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকবর হোসেন, বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি বৃন্দ, উপজেলা্র সরকারি দপ্তরের অফিসারগন, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা সমন্বিত উদ্দোগে এক সাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
আলোচনা সভা পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম মহড়া প্রদর্শনী করেন।