নাজমুল আহসান, বরগুনা প্রতিনিধি :
আমতলী মহিলা কলেজ রোডে ব্রাক অফিস সংলগ্ন বিরোধপূর্ণ ওয়ারিশান সম্পত্তিতে নির্মাণাধীন ঘর থেকে, বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা চলাকালীন কাঠ, টিন সহ অন্যান্য মালামাল চুরির অভিযোগ এসেছে।
ওয়ারিশান সম্পত্তির উক্ত ঘরের মালিকানার দাবিদার দেলোয়ার হাওলাদার ও মমতাজ বেগম অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের চাচাতো ভাইয়ের ছেলে হানিফা অর্ধ নির্মিত ঘরের কাঠ ও টিন চুরি করে নিয়ে যায়। তারা আরো অভিযোগ করেন ওয়ারিশান সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বিরোধী পক্ষের যোগসাজোশে হানিফা উক্ত চুরির ঘটনা সংঘটিত করেছে। সম্পত্তি নিয়ে তাদের অন্য ওয়ারিশ দেলোয়ার হাওলাদার ও পান্না হাওলাদার এর সাথে বিরোধ এবং আদালতে মামলা চলমান রয়েছে।
সরজমিনে গিয়ে অভিযুক্ত হানিফার নির্মাণাধীন বসতঘরে চুরি যাওয়া মালের সাথে সাদৃশ্যপূর্ণ কাঠ ও টিনের আলামত পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় স্যানিটারি পণ্য ব্যবসায়ী মতিন খান বলেন, হানিফা নির্মাণাধীন ওই ঘরের পাটাতন থেকে তক্তা এনে আমার দোকানের পিছনে রাখে এবং পরবর্তীতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু আমি তাকে তৎক্ষণাৎ ওখান থেকে সরিয়ে নিতে বলার পর সে তক্তা নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী দর্জি রাসেল হানিফাকে খুব ভোরে মাথায় কাঠের বোঝা নিয়ে যেতে দেখেছেন বলে উল্লেখ করেছেন। ঘর মালিক মমতাজ বেগম বলেন, ওয়ারিশান সম্পত্তি নিয়ে আদালতে চলমান মামলার বিরোধীপক্ষের যোগসাজোশে হানিফা ও তার অজ্ঞাত সহযোগীরা, উচ্ছেদের উদ্দেশ্যে আদালতের নিষেধ অমান্য করে আমাদের নির্মাণাধীন ঘড়ের মালামাল চুরি করে নিয়ে গেছে, যাহার অসংখ্য সাক্ষী রয়েছে। আমরা শীঘ্রই এ বিষয়ে অভিযোগ করবো ও আদালতের নির্দেশ অমান্যের তথ্য প্রমাণ সহ আদালতে পেশ করব।