হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ
রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থের জায়গা নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি সেবা করতে, ব্যবসা করতে নয়। কিন্তু অনেকে এই পদ চায় ব্যক্তিগত লাভের জন্য, ব্যবসা করার জন্য। আমি সে দলে নই।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এমন বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
মাসুদুজ্জামান মাসুদ বলেন,দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচন করবো। জয়-পরাজয় নয়, মানুষের পাশে থাকা আমার মূল লক্ষ্য। নারায়ণগঞ্জের উন্নয়নে, প্রান্তিক মানুষের পাশে থাকতে আমি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জকে ভালোবাসি। যখন বলি আমি ‘মেড ইন নারায়ণগঞ্জ’, তখন কারও কারও গায়ে জ্বালা ধরে। কিন্তু সত্যি কথা হলো, আমার চৌদ্দ পুরুষ এই মাটির মানুষ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, জিয়া সাহেব বলেছিলেন, রাজনীতির পরিচয় নয়, পেশাগত পরিচয়ই আসল। আপনি ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী—এই পরিচয়ই যথেষ্ট। সারাক্ষণ রাজনীতির হিসাব-নিকাশ করে বেড়ানো মানুষদের আমাদের দলে জায়গা নেই।
তার প্রতি সন্দেহ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে প্রশ্ন তোলে আমি বিএনপি করি কি না। আমি বলি, এই চেয়ারে বসতে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে কথা বললে হবে না। আগে ইউনিয়ন পরিষদে মেম্বার হয়ে দেখুন, তারপর সংসদ সদস্য হওয়ার কথা বলুন।
তিনি আরও বলেন, আমাকে কেউ চাইলে মিশিয়ে দিতে পারবে না। এই শহর, এই জেলা, এই বন্দর—সবই আমার। এটা আমার মা। আমরা স্থানীয়রাই আমাদের পরিচয় তৈরি করবো, ইনশাল্লাহ।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মাসুদুজ্জামান মাসুদ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ৫৪ বছর ধরে নানা ভাবে বিকৃত করা হয়েছে। আপনাদের, এই দেশের সূর্যসন্তানদের, ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। আমি চাই, এমন অবস্থা আর যেন না আসে। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকবো।
মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।