নবীন মাহমুদ:
ঝালকাঠির (রাজাপু- কাঁঠালিয়া) ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও তার অনুসারীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে। রবিবার দুপুরে বাঘারি বিএনপি নেতা নাসিম উদ্দীনের আকনের বাসায় সংবাদ সম্মেলনে করেন।
এসময় রফিকুল ইসলাম জামাল বলেন, কাঠালিয়ায় প্রোগ্রাম শেষে রাজাপুরে ফেরার পথে একত্রে সাতটি গাড়ী রওনা দেই। আমাদের বহরের শেষে একটি নোহা গাড়ী ছিলো। আমি যখন পুটিয়াখালি অতিত্রæম করে আমার বাড়ী বড়ইয়ার দিকে রওনা হই তখন আমার কাছে একটি ফোন আসে এবং ফোনের মাধ্যমে জানতে পারি যে আমাদের একটি গাড়ী আটকে দিয়ে নেতাকর্মীদের গালাগালি করেছে অপর প্রার্থী বহিস্কৃত সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত এর ভাই ও তার সমর্থকরা। সেই গাড়ীতে ছিলো রাজাপুর উপজেলা যুবদলের আহব্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,সদস্য সচিব নাজমুল সহ আরো অনেকে।
পরবর্তীতে গোলাম আজম সৈকত আমাদের লোকজনের কাছে ভূল শিকার করে আমাদের লোকজনের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। এর কিছু সময় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারি দেশিও লাঠিসোটা নিয়ে লোকজন জড়ো করে আমাদের বিরুদ্ধে বেশকিছু মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেছে তারা। আমার সফর সঙ্গী যারা ছিলোনা তাদের নিয়েও সৈকত মিথ্যা অভিযোগ করেছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজিয়ে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।’আমরা সৈকতের মিথ্যাচারের প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এড আবুল কালাম আজাদ,সিনিয়র সহ সভাপতি নান্টু মৃধা,বিএনপি নেতা নাসিম উদ্দীন আকন যুবদল নেতা পারভেজ,ছত্রদল নেতা সাকওয়াত ও রফিকুল ইসলাম মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।