ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দীর্ঘ এক ঘণ্টার বক্তৃতায় ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি সরাসরি বলেন, “আমার একটা প্রস্তাব আছে, প্রেসিডেন্ট—আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন নিয়ে এত সমস্যা কী?”
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিচার চলছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ধনী ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার ডলার মূল্যের সিগার ও শ্যাম্পেইনসহ নানা উপহার নিয়েছেন। তবে নেতানিয়াহু এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন।
২০২০ সালে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়া গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে একাধিকবার স্থগিত হয়েছে।
এর আগে গত জুন মাসেও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহু নিজে এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তার মতে, এটি দক্ষিণপন্থী নেতৃত্বকে দুর্বল করার এক ধরনের ‘বামপন্থী ষড়যন্ত্র’।