সুনামগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নারী-পুরুষ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ জনতা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদও ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ আহমেদ এবং আবুল বাশারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,
“সুনামগঞ্জ জেলা থেকে প্রতিবছর সরকারে ১২ শত কোটি টাকারও বেশি রাজস্ব যায়, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ বিনাভোটে নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে কিছুই পায়নি। রাস্তাঘাট, সেতু, কর্মসংস্থান—কোনো ক্ষেত্রেই উন্নয়ন হয়নি। বরং তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, জনগণ রয়ে গেছে অবহেলিত।”
তিনি আরও বলেন,
“বিএনপির শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। আমাদের আগামীদিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ গঠন ও রাষ্ট্র সংস্কারে আমরা জনগণের মাঝে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি।”
কামরুল বলেন,
“আমি রাজনীতি করি জনগণের জন্য, নিজের স্বার্থে নয়। আমার লক্ষ্য এই অবহেলিত অঞ্চলের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতারা আমার অতীতের কর্মকাণ্ড বিবেচনায় নেবেন—এই বিশ্বাস নিয়েই আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি।”
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।