তানভির হোসেন রাজু, (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি):
ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা কাচারী মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, গত ১২ অক্টোবর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফুলবাড়ীর শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে তারা ২০ শতাংশ বাড়ি ভাড়া ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি পুনর্ব্যক্ত করেন এবং কেন্দ্র ঘোষিত কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা লিয়াজো কমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন মিয়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লিয়াজো কমিটির সদস্য সচিব মোর্শেদ আলম, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী সেকেন্দার আলী, ভাঙ্গামোড় দাখিল মাদরাসার সুপার ইসমাইল হোসেন, বড়লই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন খন্দকার, অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, কুঠিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী মঈন উদ্দিন সেলিম এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রমিজুল হক।
সভাটি পরিচালনা করেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক আরাবুর রহমান।