সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় জনগনের ভালবাসার ফুল ও টাকার মালায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
১৩অক্টোবর সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তা বাদীদল (বিএনপি)ও অঙ্গ সংগঠনের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সুনামগঞ্জ এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত’র সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃআবুল বাসার,মোঃমোশাহিদ তালুকদার।
সহস্রজনতার উপস্থিতি ও অজস্র মিছিলে মুখরিত হয়েছে সুনামগঞ্জ এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের জনসভা।বক্তব্যকালে সহস্র জনতার মাঝখান থেকে উঠে আসা একাধিক গাদা ফুল ও টাকার মালায় পরিয়েদেন সমর্থনী নেতৃবৃন্ধ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,রাজনীতি হলো লং রেইস। বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও ধানের শীষে পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মধ্যনগর উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।অদ্যকার মিছিল ও জনসভায় জনসমুদ্রে পরিণিত হয়ে ভালবাসাপুর্ণ ফুল ও টাকার মালা দিয়ে যাঁরা স্বাগত জানিয়েছেন তাদের প্রতি রইলো অফুরন্ত কৃতজ্ঞতা।তাছাড়া নবীন ভোটারদেরকে ধানের শীষের বিজয়ের লক্ষ্য মনযোগী হওয়ার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,সহ আওতাধীন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।