নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও থ্রাইভ এবং পিপিইপিপি- ইইউ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি ঘিরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও’র প্রতিনিধি প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামী নাইবে আমির মিজানুর রহমান (মাস্টার), উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বিএনপি`র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুনর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ফায়ার সার্ভিস সাব-অফিসার মোনায়েম হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি,আই,ও আব্দুল মাবুদ এবং ছাত্রনেতা তারেকসহ আরো অনেকে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রার্থমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী শাহানেওয়াজ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন,হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ। এসময় বিদস টি উপলক্ষে আলোচনা শেষে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাসাবাড়িতে অগ্নিসংযোগ ঘটলে কিভাবে আগুন প্রতিরোধ করতে হবে সে বিষয়ে মোহড়া প্রদর্শন করেন।