শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বেগমগঞ্জে বসত বাড়ির সামনে ময়লা ফেলায় ব্যবহার ও চলাচলে বাধা

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসত বাড়ির চলাচলের রাস্তায় ও পুকুরের পাশে ময়লার স্তুপ ও মলমূত্রের পানি ফেলায় অতিষ্ট হয়ে গেছে বাড়ির কয়েকটি পরিবার। ঘটনাটি ঘটে একই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শেখ হাবিবুল্লাহ মেম্বারের বাড়িতে।
সরেজমিনে গেলে জানা যায়, একই বাড়ির চলাচলের রাস্তার পাশে থাকা একটি ডোবায় প্রায় ১০ বছর ধরে বিভিন্ন ময়লা আবর্জনা ও টয়লেটের মলমূত্র ফেলে আসছে। সামান্য পানি বা বৃষ্টি হলে ডোবার পানি রাস্তা গড়িয়ে বাড়ির ব্যবহৃত পুকুরে গিয়ে নোংরা আবর্জনা সহ পুকুরে পড়ে। এতে বাড়ির পুকুরটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। দূষিত হয়ে পড়েছে বাড়ির চারপাশ। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে বাড়ির ছোট কোমলমতি শিশু ও বয়স্করা।
আরো অভিযোগ পাওয়া যায়, রফিকুল ইসলাম ফারুক,বাশার, সাদ্দাম সহ তাদের জায়গার সুরাহা করতে বললে তারা বাড়ির অন্যান্য লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসে। নানান গাল মন্দ ও করতে থাকেন তারা। এই বিষয়ে উপজেলা সাবেক ইউএনও শামছুন নাহার বরাবর একটি মানবিক আবেদন করেও কোনো সুফল পাই নি ভুক্তভোগীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বসত বাড়ি * বেগমগঞ্জ * ময়লা
সাম্প্রতিক সংবাদ