ব্রাহ্মণবাড়িয়া’য় মাদক সহ একজন কে আটক করেছে র্যাব ৯
মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিপুল পরিমাণ মাদক সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ সিলেট অঞ্চলের সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায় আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
জানা যায়, সোমবার ৭ আগস্ট সন্ধ্যায় র্যাব ৯ সিলেট অঞ্চলের সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানকালে বিজয়নগর থানার বিষ্ণুপুর এলাকায় (বিষ্ণুপুর হতে কালাছড়া) সড়কে একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী দ্রুতগতিতে চলে যাওয়ার সময় একজন পড়ে যায়।
এসময় র্যাব ৯ এর আভিযানিক সদস্যরা ২৫৪ বোতল ফেনসিডিল সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার রামরাইল এলাকার মন মিয়ার ছেলে মোহাম্মদ আহাদ মিয়া (২৭) কে গ্রেপ্তারের করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং ৩৬(১) টেবিল ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য, মাদক সহ গ্রেপ্তারকৃত আসামি কে বিজয়নগর থানায় সোপর্দ করেন।
র্যাব ৯ সিলেট অঞ্চলের সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প’র লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অপর মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারে র্যাব ৯ এর অভিযান চলমান থাকবে।