জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে নানা জনে নানা উপায়ে চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রস্তাব দিয়ে যাচ্ছেন। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কেউ কোনো সমাধান দিতে পারছেন না।
শফিকুল আলম বলেন, আমাদের সামনে এখন দু’টি রাস্তা খোলা আছে। একটি হচ্ছে মানুষের তৈরি ব্যবস্থার অনুসরণ, যেটা আমরা এতদিন করে এসেছি এবং ফলশ্রুতিতে আমরা চলমান অন্যায়-অশান্তিতে ডুবে আছি। এই ব্যবস্থার ভেতরে থেকে আমরা যত সংস্কারই করি, সংকটের সমাধান ঘটবে না। আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা, যেটা রাসুলুল্লাহ (স.) ও তাঁর সাহাবীরা অর্ধপৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন এবং যার ফলস্বরূপ মানুষ শত শত বছর শান্তি, ন্যায় ও সুবিচার পেয়েছিল।
তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্যও বিধি-বিধান প্রদান করেছে। হেযবুত তাওহীদ আল্লাহর দেওয়া বিধি-বিধানের আলোকে আজকের যুগে কীভাবে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যায়, আধুনিক রাষ্ট্রে কীভাবে ইসলামকে যুগোপযোগীভাবে প্রয়োগ করা যায়, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে।
দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
সভায় ভোলা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. বায়জিদ মালতের সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক ডলি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ হেযবুত তাওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মো. আলী আহসান, শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের সহ-সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার বেপারী, জেলা নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের বি এম ইস্রাফিল, দৈনিক সমকালের সোহাগ খান সুজন, নিউজ ২৪-এর বিধান মজুমদার অনি, সময়ের আলোর শফিকুল ইসলাম স্বপন, দেশ টিভির রফিকুল ইসলাম আকাশ, যমুনা টিভির এস. এম. শাকিল, ইন্ডিপেনডেন্ট টিভির সগির হোসাইন, বাংলা টিভির নয়ন দাস, সময়ের কণ্ঠস্বরের বিপ্লব হোসাইন হৃদয়, দৈনিক কালবেলার সিহান হোসাইনসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।