জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা-মরার প্রশ্ন। আমাদের সন্তানদের রক্তের ওপর ক্ষমতার মসনদে বসে আজও সেই ভিত্তি নিশ্চিত করা হয়নি, যা লজ্জাজনক।”
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে — জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন ইত্যাদি।
মামুনুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। তিনি দাবি করেন, বাহাত্তরের চেতনার বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, “দেশ বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায়?”
তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এর বিকল্প বাংলাদেশের মাটিতে নেই।”
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফতের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ। উত্তরগেট থেকে গণমিছিল প্রেসক্লাব হয়ে বিজয়নগরে শেষ হয়।