নারী ওডিআই বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে। ফলে বাংলাদেশের সামনে জয় অর্জনের জন্য ২২৮ রানের টার্গেট দাঁড়িয়েছে।
শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ৩৮ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেললেও কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হালিডের এক জুটি ম্যাচে প্রতিরোধ গড়ে তোলে। তারা ১১২ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়।
ব্রুকি হালিড ৬৯ রানের ইনিংস খেলেন, আর সোফি ডিভাইন ৬৩ রান করেন। ৩৯তম ওভারে ফাহিমা খাতুন ব্রুকির উইকেট তুলে নেন। চার ওভার পর নিশিতা আক্তার নিশি সোফির উইকেট তুলে নেন। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের বোলাররা উইকেট সংগ্রহ করতে থাকে।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ ওভারে ৭ রান সংগ্রহ করেছে বিনা উইকেটে।