কয়েক মাস আগে শিরোনামে এসেছিলেন ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তিনি কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করতে যাচ্ছিলেন। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশি, যিনি একসময় আলোচিত ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করেন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ নির্মাণ করেন।
গত মে মাসে কলকাতায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরমন যোশি ও ছবির আরেক নায়িকা সুস্মিতা। কিন্তু তানজিন তিশা উপস্থিত ছিলেন না। মহরতের কিছুদিন পর শুটিং শুরু হলেও কোথাও দেখা যায়নি তাঁকে।
নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য জানিয়েছে, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। তাই তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। এখনও নিশ্চিত নয়, তিনি পরবর্তী সময়ে যুক্ত হতে পারবেন কিনা। প্রযোজনা টিমের কাছে সেই সম্ভাবনা ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে। তিশা না থাকায় শরমন যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা।
চুক্তিবদ্ধ থাকলেও শুরু থেকেই এ বিষয়ে তিশা মুখ খুলেননি। গণমাধ্যমের আগ্রহের উত্তরে তিনি বলেন, “আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে। কতটা সত্য, কতটা নয়—দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে সামনে আসব।”
‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হলেও তিশা নতুনভাবে দেশে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি যুক্ত হয়েছেন দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ। সব ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হবে। ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে তিশা শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ, এটি তার প্রথম পরিচালনা। ছবিটির মুক্তি নির্ধারিত হয়েছে আগামী ডিসেম্বরে।
 
			 
			






