জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের জন্য বড় ভুল ছিল। সেই আস্থার ভিত্তিতে তারা প্রতারিত হয়েছেন। এমন অভিযোগের পাশাপাশি নাহিদ বলেন, শিগগিরই তিনি সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন।
একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, ২৪ গনের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে ছাত্র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। এক পর্যায়ে একজন পদত্যাগের পর তরুণদের দল এনসিপি নেতৃত্ব নিয়েছিল। বর্তমানে উপদেষ্টা পরিষদে দুইজনই রয়েছেন।
এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না।” তবে তিনি উল্লেখ করেন, কয়েকজন উপদেষ্টার কারণে তারা বিপুল প্রতারণার শিকার হয়েছেন। সেইজন্য তিনি প্রকাশ্যে তাদের নাম আনার হুঁশিয়ারিও দেন।
তিনি আরও দাবি করেন, অনেক উপদেষ্টা ইতিমধ্যেই ‘সেফ এক্সিট’ পরিকল্পনা করছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো গড়ে রেখেছেন। নাহিদ বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”







