সিলেট প্রতিনিধি:
গোটা সিলেট জুড়ে তীব্র গরম ও ঝলসানো রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রোদের তীব্রতায় পুরো শহর যেন এক আগুনের চুল্লি। সূর্য শুধু দিগন্তে নয়, যেন মাথার ঠিক ওপরে এসে বসেছে। দিনের দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ, শহরের ব্যস্ত রাস্তায় বের হওয়া এক কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন আনে–দিন খায় মানুষজন। মাথার ওপর ঝলসানো রোদ আর পায়ের নিচে ফুটন্ত পিচঢালা রাস্তার মাঝে লড়াই চালিয়ে যাচ্ছেন রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা। এই তীব্র গরম শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে তাদের জীবন ও জীবিকা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যদিও “অনুভূত” (ফিলস লাইক) তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল থেকেই নগরী জুড়ে প্রকট রোদে হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে। দুপুরের দিকে রাস্তায় তুলনামূলক কম মানুষ দেখা গেছে। যানবাহনের চলাচলও কিছুটা কমে গেছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি কয়েকদিন আরও অব্যাহত থাকতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাধারণত আশ্বিন মাস থেকেই শীতের আমেজ শুরু হওয়ার কথা। কিন্তু আশ্বিনের অর্ধেক সময় পার হয়ে গেলেও শীতের আগমন না হয়েই গরম অব্যাহত রয়েছে। মনে হচ্ছে যেন চৈত্র–বৈশাখের দাবদাহ চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ পরিস্থিতি প্রতিবারই জটিল হচ্ছে। ফলে সামনের দিনগুলোতে তাপমাত্রা হ্রাসের কোনো আভাস দিতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।







