সিলেটের মধ্যনগর সীমান্তে গরু চোরাকারবারিদের গুলিতে আহত হয়েছেন বিজিবি নায়েক আখিরুজ্জামান। তিনি সিলেট সেক্টরের ২৮ ব্যাটালিয়নের মধ্যনগরের বাংগালভিটা বিওপিতে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিজিবি সুনামগঞ্জের মধ্যনগর থানায় ৯০ জন চোরাকারবারির নামে মামলা দায়ের করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে একদল সংঘবদ্ধ চোরাকারবারি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান ট্রলারবোঝাই করে মধ্যনগরের বাংগালভিটা রূপনগর সীমান্ত এলাকায় নৌপথে নিয়ে যাচ্ছিল। বিজিবি ১১ সদস্যের একটি টহল দল সীমান্তের ৪০০ গজ ভেতরে তাদের আটক করতে গেলে ১০০–১২০ জন চোরাকারবারি ঘেরাও করে হামলা চালায়।
চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, ইট-পাথর নিক্ষেপ ও ১৫–২০ রাউন্ড গুলি ছুড়েন। এতে নায়েক আখিরুজ্জামান আহত হন। বিজিবির পাল্টা গুলিতে চোরাকারবারিরা পালিয়ে যায়। এই ঘটনায় বিজিবি একটি ইঞ্জিনচালিত ট্রলারে বোঝাই ৩৩টি ভারতীয় গরু, অস্ত্র, বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করেছে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, মামলা দায়েরের সময় ৩০ জন চোরাকারবারির নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০–৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।







