মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি সদস্যরা কাকিলাদাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে। শনিবার বিকেলে কালিগঞ্জ-জীবননগর গামী “হাজি ডিলাক্স” বাস তল্লাশি করে এই সাফল্য অর্জন করা হয়।
অটকেরা হলেন — সৌরভ বিশ্বাস (২৫) ও রণজিৎ বিশ্বাস (২৫)। উদ্ধারকৃত স্বর্ণের ৪টি বারের ওজন ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭১ লাখ ২০ হাজার ৭৭৬ টাকা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, আটককৃতরা ঝিনাইদহের কালিগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা। রাতেই উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারী ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।







