উৎফল বড়ুয়া, সিলেট :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর নিয়মিত সভা শনিবার, ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চলনায় বক্তব্য রাখেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধূরী, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন এম. এন সাফা পিএমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন মো. শহীদুল ইসলাম শহীদ, লায়ন উম্মে হাবিবা, লায়ন অজয় কুমার বড়ুয়া, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও ফাতিন মানসিব প্রমূখ।