শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টসহ দেশবাসীকে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
ডেমোক্রেটিক লীগ-ডিএল সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোট সাবেক ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খোকন চন্দ্র দাস এক বিবৃতিতে আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং রবিবার হতে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলমসহ দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তিনি সরকারের উপদেষ্টামন্ডলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত বছরের ন্যায় এ বছর অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মালম্বীদের ৪ দিনের ছুটি, পূজার জন্য আর্থিক অনুদান ও পূজায় সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব মোতায়েনসহ নিরাপত্তা রক্ষার্থে সার্বিক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগকে ধন্যবাদ ও স্বাগত জানিয়েছেন। তিনি সরকারের পাশাপাশি সকল দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ও প্রগতিকে ধারণ করি।