তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের বৈঠক “ফলপ্রসূ” হয়েছে।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ট্রাম্প বৈঠকের পর বলেছেন, “এটাই সেই দল যারা সমস্যার সমাধান করতে পারে।” তবে বৈঠকের বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশিত হয়নি।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। এতে গাজায় সেনা পাঠানো, আটক জিম্মিদের মুক্তি ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ইসরায়েল ও হামাসের ভূমিকা এ পরিকল্পনায় নেই।
এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এখনও প্রতিদিন নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া পুরস্কার নয়, অধিকার।” অন্যদিকে, ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এরদোয়ান ও ট্রাম্পের বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী প্রতিবাদ ও ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির দাবি জোরালো হচ্ছে।







