দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি থেকে এখনও পর্যন্ত কাউকে নির্বাচনী মনোনয়ন দেওয়া হয়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে নাম প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “কোনও নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের বিভিন্ন কার্যক্রমে পারফরম্যান্স ভালো যে ব্যক্তি, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।”
রিজভী উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের বা যেকোনো নির্বাচনের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। তাই ঘোষণার আগে কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেছেন।
তিনি বলেন, “মুক্ত বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকে কিছু কুচক্রী মহল অশুভ প্রচার ও বিভ্রান্তিমূলক বয়ান দিয়ে ব্যাহত করার চেষ্টা করছে। কিছু গণমাধ্যম বিএনপির নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছে, যা বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিত।”
রিজভী আরও যোগ করেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছেন। আমাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা ও গণসম্পৃক্ততা বজায় রাখতে হবে।”

