ভারত–পাকিস্তান ম্যাচের প্রাচীন দ্বৈরথ এখন আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, মাঠের লড়াই এবং উত্তেজনার রং অনেক দিন ধরেই হারিয়েছে। বাইরের নানা ঘটনা থাকলেও ম্যাচগুলো একপেশি হয়ে গেছে।
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে গতকাল ৬ উইকেটের জয়ের পর সূর্যকুমার স্পষ্টভাবে বলেছেন, “এখন আর এই ম্যাচটাকে দ্বৈরথ বলা যায় না।” তিনি যুক্তি দেখিয়ে বলেন, যদি কোনো দল ধারাবাহিকভাবে ১৩-০ বা ১০-১ স্কোরলাইন ধরে রাখে, তাহলে দ্বৈরথ বলা যৌক্তিক হয় না।
পাকিস্তান ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে তারা শেষবার জিতেছিল, আর ২০২৩ সালে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়। এ পর্যন্ত দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে এত টানা হারের নজির নেই।
সূর্যকুমার জানান, ম্যাচের মোড় ঘুরেছে প্রথম ইনিংসের মাঝবিরতিতে। তখন ভারতীয় বোলাররা খেলায় প্রভাব ফেলতে সক্ষম হন। পাকিস্তান শুরুতে ১০ ওভারে ৯১ রান তুললেও শেষ পর্যন্ত ১৭১ রানের বেশি করতে পারেনি, যা জয় যথেষ্ট হয়নি।
উল্লেখ্য, শুবমান গিল ২৮ বল খেলে ৪৭ রানের ইনিংস খেলেছেন।

