মাসুম পারভেজ, বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় বদনাপাড়া (পূর্বপাড়া) গ্রামে একটি সীম ক্ষেতে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয় গৃহবধূ রওশনয়ারা (৪৫) মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে গেলে পাশের সীম ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। লাশের আনুমানিক বয়স ৩৫ বছর।
তিনি ভয়ে চিৎকার দিলে এলাকার লোকজন এসে পীরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে ও কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।