এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়া বাংলাদেশ দল প্রথম ম্যাচেই দারুণ জয় পেল। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল টাইগাররা।
শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দলীয় ১ রানে তানজিদ হাসান শূন্য রানে ফেরেন। তবে সাইফ হাসান ও লিটন দাস চাপ সামলে ৫০ রানের জুটি গড়েন। লিটন ২৩ রানে আউট হলেও সাইফ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ৪ ছক্কা ও ২ চারে ৪৫ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করে ৬১ রান করেন তিনি।
অন্যপ্রান্তে তাওহীদ হৃদয় ঝড় তোলেন ব্যাট হাতে। ৫৮ রানের ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। যদিও জয় থেকে ১০ রান দূরে থাকতেই চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রথম বলে জাকের আলি অনিক চার মেরে ম্যাচ সমতায় আনেন। যদিও শেষ দিকে কিছু নাটকীয়তা তৈরি হয় জাকের ও শেখ মেহেদীর আউটে। শেষ পর্যন্ত নাসুম আহমেদ এক রান নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দাসুন শানাকা খেলেন ঝোড়ো ইনিংস—মাত্র ৩৭ বলে অপরাজিত ৬৪ রান, যাতে ছিল ৬ ছক্কা ও ৩ চার। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

