ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। আসন্ন জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে রোববার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদানের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে জানায়, পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে, এটি আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচারের প্রতি দেশটির প্রতিশ্রুতির অংশ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের মধ্যে এখনও খুব কিছু দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে অধিকাংশই পূর্ব ইউরোপের দেশ, যারা এক সময় কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। এছাড়া সুইডেন ও সাইপ্রাসও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
পর্তুগালের প্রতিবেশী স্পেন ২০২৪ সালের মে মাসে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে তখন পর্তুগাল বিষয়টি আরও সময় নিয়ে বিবেচনা করার কথা জানিয়েছিল। তারা জানিয়েছিল, ইইউভুক্ত অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে যুক্তরাজ্য সফরে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল জানিয়েছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি দেশটি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

