সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
ভূমিদস্যু সাজ্জাদুর রহমান জিতু কর্তৃক গীর্জা পাড়া নিবাসী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের জমি জালিয়াতি ও ভূঁয়া উত্তরাধিকারী সনদ তৈরির প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও,তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সৈয়দা আখতার বেগম সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সৈয়দা আখতার বেগম জানান,”আমি একজন বয়োবৃদ্ধ মহিলা এবং দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ডে বসবাস করছি। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ ১৯৯৯ সালে মারা যান এবং তার মৃত্যুর পর তার সম্পত্তি আমার,আমার দুই মেয়ে ও এক পুত্রের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল। তবে, আমার স্বামী এবং পুত্রের মৃত্যুর পর তাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার স্বামীর ভাইদের ছেলেরা ভুয়া উত্তরাধিকারী সনদ তৈরি করে জমি দখলের চেষ্টা করেছে।”
তিনি আরো বলেন,”সাজ্জাদুর রহমান জিতু ও তার সহযোগীরা ২০১৮ সালে মৌলভীবাজার পৌরসভা থেকে ভূঁয়া উত্তরাধিকারী সনদ তৈরি করেন। তবে, তাদের এই জাল সনদটি মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ বাতিল করে। এর পরও তারা অবৈধভাবে জমি দখল করতে থাকে।”
ভুক্তভোগী আরো জানান,”এরা সব কিছুর জন্য জাল দলিল তৈরি করে, যা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট প্রমাণ। আমি চাই, এই প্রতারণা এবং জালিয়াতির জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে অন্যের সম্পত্তি দখল করতে সাহস না পায়।”
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করা হয়েছে এবং স্থানীয়দের মাঝে এ ঘটনার প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে সৈয়দা আখতার বেগম ছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ আহমদ চৌধুরী এবং শামসুদ্দিন আহমদ।