বাংলাদেশ ক্রিকেটের তারকা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও ইঙ্গিত দিলেন, বিসিবি নির্বাচনে জয়ী হলে তার খেলোয়াড়ি জীবনের পরিসমাপ্তি ঘটবে। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন তিনি। তবে পরিচালক পদে নির্বাচিত হলে আর মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন এ ব্যাটার।
জানা গেছে, বিসিবির আসন্ন নির্বাচনে ওল্ড ডিওএইচ ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম অংশ নেবেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন—
“যদি বোর্ড পরিচালক হয়ে যাই, আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি এবং পরিচালক হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় না যে খেলা উচিত হবে। নির্বাচিত হলে ক্রিকেটের ইতি টানতেই হবে।”
তবে তিনি আরও জানিয়েছেন, যদি নির্বাচনে না যেতেন তবে বিপিএলে খেলার প্রস্তুতি নিতেন। তার ভাষায়—
“নির্বাচন যদি না করতাম, হয়তো বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আমি অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার চিন্তায় যুক্ত আছি। এটা আমার নতুন শখ নয়।”