বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগর (৫০) কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬টি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে শুক্রবার বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদল নেতা মোকাম্মেল হায়াত খান ও মুশফিক উদ্দিন টগর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষটি দরপত্র নিয়ে বিতর্ক থেকে শুরু হয় এবং এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি, যিনি ক্লাস শেষে হোলে ফিরছিলেন। হত্যাকাণ্ড দেশব্যাপী বিপুল প্রতিবাদ ও বিক্ষোভের সৃষ্টি করে।
সনি হত্যার ঘটনায় দীর্ঘ আইনগত তদন্ত ও অনুসন্ধান চললেও মূল আসামিরা পলাতক ছিলেন। মুশফিকের গ্রেপ্তারের পর এই মামলার সুরাহা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।