শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ঝুট কাপড় থেকে তুলা বানানোর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কারখানার তিনটি মেশিন ও বেশ কিছু তুলার বস্তা পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো কাদেরী কিবরিয়া।
বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক মোড়ে সোহেল এন্টারপ্রাইজ নামে ঝুট থেকে তুলা বানানোর কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিবগঞ্জ ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো কাদেরী কিবরিয়া জানান, এ তুলা কারখানাটিতে মেশিন চালানোর সময়ে হঠাৎ আগুন লেগে যায়। তবে কারখানার ভেতর থাকা লোকজন বের হতে পারলেও কারখানার তিনটি মেশিন, ঘরের তিনটি সিলিং ফ্যান ও বেশ কিছু তুলার বস্তা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় কারখানা লাগোয়া তুলা গুদাম ঘর আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক বার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।