স্টাফ রিপোর্টার :
পোল্যান্ড ভিত্তিক ইন্টারপোল ইউএন এর অফিসিয়াল পার্টনার আইএইচআরসি নিউজের বাংলাদেশী বংশোদ্ভুত জার্নালিস্ট ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসাইনকে বাংলাদেশ আজাদী পার্টির প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্বাক্ষরিত নিয়োগপত্র ইস্যু করা হয়।
রাজনৈতিক পরিবারের সন্তান ড.সাজ্জাদ একজন দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী সংগঠন বিশেষজ্ঞ। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ ড.সাজ্জাদ মূলত একজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক, ক্লাইমেট লিডার ও ধ্রুপদী মানবাধিকার নেতা।
এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ডব্লিউএইচআরএপিসি, আইআইপিএল,আইএইচআরসি, আইইএফএমও, ইউনিফ ইউএন, ইউসিপিএলআরএফ এর মত আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ নেতা।
কর্মজীবনে তিনি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ চট্টগ্রাম অফিসের ব্রাঞ্চ ইন চার্জ হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটাল বাংলাদেশ আরও অফিসের চীফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে কর্মরত আছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে আমাদের রাজনীতি স্বৈরশাসন, দুর্বৃত্তায়ন, হিংসা, আগ্রাসী মনোভাবে জর্জরিত। রাজনৈতিক অঙ্গনে মানবাধিকার হরণ একটি প্রতিনিয়ত দৃশ্য। গণতন্ত্রে যে ভিন্নমতকে ধারণ করার কথা বলা হয়েছে তা বিন্দুমাত্রই অনুপস্থিত।
এই অবস্থায় দেশের রাজনৈতিক সচেতন মানুষ যারা রাজনীতি করে না আজাদী পার্টি হতে পারে তাদের জন্য একটি আদর্শিক জায়গা। কারণ আজাদী পার্টি মানবাধিকার ভিত্তিক অহিংস ভিন্ন ধারার একটি রাজনৈতিক সংগঠন।
এবং যেখানে জেনেভা কনভেনশন, ভিয়েনা কনভেনশন এবং জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাকে (১৯৪৮) সামনে রেখে কাজ করা হবে বলে জানা যায়।