ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত এবং ২২৮ জন আহত হয়েছে। খবর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। মানবিক সহায়তা বিতরণের সময়ও ইসরায়েলি সেনাদের গুলিতে ৮ জন নিহত এবং ৩৩ জনেরও বেশি আহত হয়েছে।
এছাড়া, শিশুসহ আরও চারজন অনাহারে মারা গিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে ৪৩৫ জন, যার মধ্যে ১৪৭ জন শিশু।
ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রাখায় উপত্যকার ২৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে। আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণাঞ্চলে ছড়াবে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে।