গাজীপুরের কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গাপূজার জন্য আংশিক তৈরি ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রতিমাগুলো ভাঙচুর করা হয়, তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, পূজার জন্য তৈরি প্রতিমাগুলো তখনও রঙ করা হয়নি এবং কাঁচা অবস্থায় ছিল। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে কারিগর ও মন্দিরের লোকজন কাজ বন্ধ করে বাড়ি ফিরে যান। সন্ধ্যায় ফিরে এসে প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পান। দু’টি প্রতিমার হাত ও ঘোড়ার কান ভেঙে গেছে, বাকি প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, পূজা শুরু হয়নি বলে এখনো পাহারা বসানো হয়নি। আশেপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো পুনরায় মেরামত করা হবে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন, “বিকেলে কেউ মণ্ডপে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করেছে। বাকি প্রতিমাগুলোও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
কাশিমপুর থানার ওসি মো মনিরুজ্জামান বলেন, “ঘটনার পর আমরা পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে কেউ চুরি করে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে। মন্দির কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

