এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথ স্পষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার আবুধাবির জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। আফগানদের বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সুপার ফোরে জায়গা পাকা হলো।
টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান পাওয়ার প্লেতে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। মোহাম্মদ নবী শেষ ওভারে ২২ বল খেলে ছয়টি ছক্কা ও তিনটি চার মারেন এবং ৬০ রানের দারুণ ইনিংস উপহার দেন। নবী ও রশিদ খানের ৩৫ রানের জুটি আফগানদের সংগ্রহকে ১৬৯ রানে নিয়ে যায়।
জবাবে নেমে শ্রীলঙ্কা কিছুটা চাপের মধ্যে পড়লেও কুশল মেন্ডিস ৫২ বল খেলে ৭৪ রান ও কুশল পেরেরা ২৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। শেষ দিকে চারিথা আশালঙ্কা ও কামিন্দু মেন্ডিস দ্রুত রান যোগ করে দলের জন্য ৬ উইকেটে জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ ওভারে ৪ উইকেট নেন।
এবার সুপার ফোরে বাংলাদেশ গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দলই ফাইনালে পৌঁছাবে।