কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি করাতকল মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় বন বিভাগকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযানে অবৈধভাবে করাত কল চালানোর অপরাধে ৩টি স’মিল মালিক প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় কয়েকটি করাত কল মালিককে সতর্ক করেও দেয়া হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক দৈনিক বাংলা এফএম কে জানান,করাতকল চালাতে হলে একটি বিধিমালা মেনে চালাতে হয়। কিন্তু বিধিমালা অনুযায়ী অনেক করাতকল তারা পরিচালনা করছে না। আবার অনেকে বিভিন্ন হাট-বাজার এসব কল বসিয়ে পরিবেশ দূষণ করছে। এসব করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে আমরা ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।
তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’এ বিষয়ে বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন , করাতকল চালাতে হলে কিছু নিয়ম এবং শর্তসাপেক্ষেই মিল চালাতে হবে। প্রতিটি মিলের তালিকা এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। সেখানে প্রতিদিনের কাঠের হিসেব রাখতে হবে। এমন জায়গায় মিল বসানো যাবে না যেখানে পরিবেশ দূষণ হয় বলেও জানান তিনি।