ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা আবারও সড়ক অবরোধ করেছেন। তারা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার ভোরে প্রথমে অবরোধ বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর আন্দোলনকারীরা পুনরায় সড়ক বন্ধ করে। এই সময়ে প্রশাসন অবরোধ পয়েন্টগুলোতে বিশেষ তৎপরতা ও নিরাপত্তা জোরদার করেছে।
গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনকারীরা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথও তারা অবরোধ করেছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে অবরোধ স্থগিত করা হয়।
স্থানীয়রা জানান, কয়েকদিনের অবরোধের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়েছে, তবুও তারা সরকারের কাছে ভাঙ্গাবাসীর দাবির বাস্তবায়ন চাচ্ছেন। ট্রাক চালক ইকবাল ও শ্রমিকরা জানান, সকাল থেকে অল্প সংখ্যক যানবাহনই ঢাকাগামী বা দক্ষিণবঙ্গগামী হচ্ছে।
উপজেলা প্রশাসক (ইউএনও) মিজানুর রহমান জানিয়েছেন, ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এছাড়া মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। সম্প্রতি ফরিদপুর-২ আসনের হামিরদী ও আলগী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ভাঙ্গাবাসী আন্দোলনে নামে।