মাদারীপুরের শিবচরে এক যুবককে প্রকাশ্যে কুড়াল দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. রাকিব মাদবর (২৫)। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর বাজারে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে দুর্বৃত্তরা রাকিবকে কুড়াল দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত রাকিবকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাকিব চর শ্যামাইল গ্রামের মো. নাসির মাদবরের ছেলে। তিনি সম্প্রতি একটি হত্যা মামলায় জেল খেটার পর জামিনে মুক্তি পেয়েছিলেন। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।
শিবচর থানা ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

