আজকাল বলিউডে তারকাদের চাহিদা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শুটিং ফ্লোরে পৌঁছেই অনেক শিল্পী নানান দাবি তুলছেন—কখনো লাইভ কিচেন, কখনো জিম, আবার ব্যক্তিগত সুবিধার নানা আয়োজন। আর এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার আমির খান। মিস্টার পারফেকশনিস্ট–খ্যাত এই অভিনেতা সরাসরি সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সাম্প্রতিক সময়ে তারকাদের বাড়তি দাবিদাওয়া নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন আমির।
তিনি বলেন, “এটা সত্যিই অত্যন্ত লজ্জাজনক। এখনকার অনেক তারকার চাহিদার শেষ নেই। একজন প্রযোজকের কাজ শুধু ছবি প্রযোজনা করা, কিন্তু আজকাল তাঁদের ওপর তারকাদের ব্যক্তিগত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। অভিনেতারা কোটি কোটি টাকা উপার্জন করেও নিজের গাড়িচালক বা স্পট বয়ের পারিশ্রমিক দিতে চান না, এটা কীভাবে যুক্তিসঙ্গত হয়?”
আমিরের ভাষ্যে, সিনেমার প্রয়োজনে পোশাক, মেকআপ বা শুটিং–সংক্রান্ত খরচ বহন করাই প্রযোজকের দায়িত্ব। কিন্তু তার বাইরে ব্যক্তিগত রাঁধুনি, ট্রেইনার বা শুটিং ফ্লোরে লাইভ কিচেন–জিমের মতো দাবি চাপিয়ে দেওয়া অযৌক্তিক। তাঁর মতে, এতে ছবির বাজেট ফুলে ওঠে, যা শেষ পর্যন্ত পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি ডেকে আনে।
নিজের অভিজ্ঞতার কথা টেনে আমির বলেন, “আমি যখন আউটডোর শুটিংয়ে যাই, পরিবারকে সঙ্গে নিলে সেই বাড়তি খরচ নিজেই বহন করি। কখনোই প্রযোজকের ঘাড়ে চাপাই না। কিন্তু এখনকার তারকারা সুযোগ নিচ্ছেন, যা তাঁদের ক্যারিয়ারকেও ক্ষতিগ্রস্ত করছে।”







