ফিরোজ ফরাজী প্রতিনিধি, রাঙাবালী,পটুয়াখালী
শেখ হাসিনা পালিয়ে গিয়েও ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে পথসভা করা হয়।
এ পথসভায় কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব ও বাংলা ভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান বক্তারা৷
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে বসে সে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগ বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সার্বক্ষণিক বিএনপি মাঠে আছে। কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা।
সভায় যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অনুষ্ঠানে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন বিএনপির নেতারা।