লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ব্লুমসবেরি এলাকায় অনুষ্ঠিত ওই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে হাইকমিশনের একটি গাড়ি সোয়াস ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়িটিকে ঘিরে ডিম ছোড়েন। কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন, তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় তা ব্যর্থ হয়।
হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানিয়েছেন, হামলাকারীরা ভেবেছিলেন গাড়িতে মাহফুজ আলম ছিলেন। কিন্তু তিনি আসলে অন্য গাড়ি ও অন্য রাস্তা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন, তিনি আওয়ামী লীগের হামলার খুব কাছাকাছি পরিস্থিতির মধ্যে পড়েছিলেন।