এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটারদের সংগ্রাম নিয়ে উঠেছে প্রশ্ন।
বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৫ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, রান রেটের চেয়ে জয়টাই ছিল দলের প্রধান লক্ষ্য। তার ভাষায়, “আমরা সব সময় মাঠে নামি জেতার জন্য। আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাতে পারলে রান রেট তেমন গুরুত্বপূর্ণ থাকে না। আগে থেকে বেশি হিসাব করলে নিজেরাই চাপ তৈরি করব।”
হৃদয় আরও বলেন, এটি ছিল দলের পরিকল্পনারই অংশ—প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব অলআউট করা এবং ম্যাচ শেষ করা। “দিন শেষে প্রতিটি দলই সমান। রান রেটের হিসাবের চেয়ে ম্যাচ জেতাই আসল।”

