ময়মনসিংহের মুক্তাগাছায় মাত্র ১৪ মাস বয়সী এক শিশুকে ধ*র্ষ*ণ অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার বাঁশাটি ইউনিয়নের কলমোহনা গ্রামে।
অভিযুক্ত ব্যক্তি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুম মিয়া। জানা যায়, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে মাসুম শিশুটিকে কোলে করে তার ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুর চিৎকার শুনে মা গিয়ে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা এসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করে। শিশুর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাসুম এর আগেও এ ধরনের অপকর্মে জড়িত ছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্তের স্ত্রী বলেন, তার স্বামী তার কাছে অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, শিশুর শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে মামলা রেকর্ড হয়েছে এবং আইনের মাধ্যমে দোষীর যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।