ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই অভিনন্দন জানান।
সালাহউদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতিতে সবাইকে অভিনন্দন জানাতে হবে।” তিনি নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতির কথা উল্লেখ করেন, তবে বলেন যে দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় এমনটা হতে পারে।
ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে তিনি এক ধরনের সংশয়ও প্রকাশ করেন। বিএনপির এই নেতা বলেন, “ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম।”
নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি, জিএস এবং এজিএসসহ মোট ২০টি পদে বিজয় লাভ করেছেন। ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। জিএস পদে এস.এম. ফরহাদ ১০,৭৯৪ ভোট এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন।

