জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। দীর্ঘ ৩৩ বছর পর হতে যাওয়া এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা।
শিক্ষার্থীদের দাবি, এ নির্বাচন যেন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং অধিকার, স্বপ্ন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে। ইতোমধ্যে পুরো ক্যাম্পাস নির্বাচনী আমেজে মুখর হয়ে উঠেছে।
প্রচারণার শেষ দিন পর্যন্ত প্রার্থীরা দিনরাত ছুটে বেড়িয়েছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হলেও ওএমআর পদ্ধতিতে ভোটগণনা ও অতিরিক্ত ব্যালট ইস্যুতে প্রার্থীদের মধ্যে শঙ্কা রয়েছে। অন্যদিকে, প্রার্থীদের ইশতেহার ঘিরেও ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোট দেবেন ১১ হাজার ৯১৯ জন ভোটার। এর মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশই ছাত্রী। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য একটি বাক্স থাকবে এবং কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট আলাদা রাখা হবে।
কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন ও জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে হল সংসদের ৪৪৫ জন প্রার্থী ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে শুধু কেন্দ্রীয় সংসদের ভোট হবে।
নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ৬৭ জন পোলিং অফিসার, ২১ জন রিটার্নিং কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক সমন্বয়ে গঠিত মনিটরিং টিম মাঠে থাকবে। নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। ১২টি গেটে এক হাজারের বেশি পুলিশ সদস্য অবস্থান করবেন। বুথগুলোর পাশে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যাদের ছাত্রত্ব শেষ তাদেরকে নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে অভিযোগ নিষ্পত্তির জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি।
এবারের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন সংযোজন হিসেবে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৬৬ প্রার্থীর মধ্যে ৫১০ জন নমুনা জমা দেন, তবে ৫৬ প্রার্থী নমুনা দিতে অস্বীকৃতি জানান।

