ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে জগন্নাথ হলে ভিপি (VP) পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান ব্যাপক ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোট গণনা শেষে এই ফলাফল জানা যায়। জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনায় দেখা যায়, ডাকসুর ভিপি পদে আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা ২৭৮ ভোট, শামীম হোসেন ১৭১ ভোট, সাদিক কায়েম ১০ ভোট এবং অন্যান্য প্রার্থীরা আরও কম ভোট পেয়েছেন।
একই হলের জিএস (GS) পদে মেঘ মল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। এই পদে তানভীর বারী হামিম ৩৯৮ ভোট এবং আরাফাত চৌধুরী ১৬৯ ভোট পান।
প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, জগন্নাথ হলে ছাত্রদল এবং তাদের সমর্থিত প্রার্থীরা শক্তিশালী অবস্থান তৈরি করেছেন, যেখানে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেননি।

